কবিতাঃ মাঘ ও বাঘ


Admin প্রকাশের সময় : ১১/০১/২০২০, ৮:২৫ PM
কবিতাঃ মাঘ ও বাঘ
মাঘ ও বাঘ
আহমেদ রুমন,শাহপরান সিলেট 
 
মাঘ এসেছে বনপাড়াতে
পড়লো হৈ চৈ,
কাঠবিড়ালি দৌড়ে পালায়
শিয়াল মামা কই।
শিয়ালমামা খবর পাঠায়
বাঁদুর মামার ধারে,
খোঁজে দেখ হালুম ভারী
কোন ঝোপেরই ঝাড়ে।
ঝোপের ঝাড়ে বকের ছানা
কিচির মিচির গায়,
তাই-না শুনে ভোদঁর গিয়ে
বুলবুলিরে পায়।
বুলবুলি তার গাছের নীড়ে 
রোদের দহন কালে,
কোথায় থেকে বানর পটু
পড়লো লাফায় ডালে।
লাফায় লাফায় বানর পটু
এপাশে ওপাশ চায়,
গহিন বনে হালুম ভারীর
সন্ধান নাই পায়।
এমনি করে ধীরে ধীরে 
মাঘের আগমন,
মাঘে বাঘে মিললো দেখা
শীতের বিচলন।