কবিতাঃ বাবুই ছানা
Admin
প্রকাশের সময় : ২৫/১১/২০১৯, ৭:১৭ PM
বাবুই ছানা
নুর ইসলাম, ময়মনসিংহ
বাবুই ছানা বাবুই ছানা,
কোথায় যাবে উড়ে ।
তোমার সাথে আমিও যাবো-
যাবে যত দুরে।
বলো তুমি যাবে না,
আমাকে করে হেলা। .
তোমার সাথে করবো আমি-
প্রতিদিন খেলা।
তোমাকে নিয়ে লেখবো আমি,
আমার ছন্দের পাতা।
বৃষ্টি বাদলে ধরবো আমি-
তোমার মাথাই ছাতা।
তোমাকে খেতে দিবো, চিড়ে আর মুড়ি ।
তোমার সাথে উড়াবো আমি-
ঐ নীল আকাশে ঘুড়ি ।
Post Views:
95
আপনার মতামত লিখুন :