কবিতাঃ- নবান্নের গান


Admin প্রকাশের সময় : ১৬/১১/২০১৯, ১১:৫৯ PM
কবিতাঃ- নবান্নের গান
নবান্নের গান
নুর ইসলাম,ময়মংসিংহ
নবান্নের মাতাল হাওয়া,
বয়ে যায় সবার মনে।
পাখির মত গান গেয়ে-
ছুটে সবাই আনন্দের বনে।
কেউ রবে না এখন আর,
পড়ে ভাতের দুখে।
সবাই মিলে রবো আমরা-
আনন্দে আর সুখে।
নবান্নে আমরা সবাই,
যাবো আনন্দে ভাসি।
গাঁয়ের মাঠে বয়ে যায়-
সোনার ধানের হাসি।
ঘরের গোলা থাকবে,
সোনার ধানে ভরে।
মনের সুখে কৃষক –
নবান্নের গান ধরে