রঙ-তুলি সাজবে এবার নাটোরের সুবিধাবঞ্চিত শিশুদের হাতে আঁকা ছবিতে


Admin প্রকাশের সময় : ১১/১১/২০১৯, ১১:৩১ PM
রঙ-তুলি সাজবে এবার নাটোরের সুবিধাবঞ্চিত  শিশুদের হাতে আঁকা ছবিতে

শিশু বার্তা ডেস্কঃ
শিশু বার্তা ম্যাগাজিনের বিজয় ও প্রতিষ্ঠা বার্ষিকী সংখ্যার রঙ তুলি সেক্টরটি সাজবে এবার নাটোর জেলার সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল স্বপ্নকলির শিশুদের হাতে আঁকা ছবিতে। এ বিষয়টি নিশ্চিত করেছেন শিশু বার্তা ম্যাগাজিনের সম্পাদক দ্বীন মোহাম্মাদ সাব্বির।

তিনি আরও জানান, হ্যাপি নাটোরের প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমানের সাথে আমাদের কথা হয়েছে তিনি শিশু বার্তা ম্যাগাজিনের রঙ তুলিতে শিশু বার্তা সেক্টরটির জন্য  স্বপ্নকলি স্কুলের বাচ্চাদের হাতে আঁকা ছবিগুলো ম্যাগাজিনে প্রকাশের জন্য আমাদের দেবেন ।

শিশু বার্তা ম্যাগাজিনের সম্পাদক দ্বীন মোহাম্মাদ সাব্বির বলেন, শিশু বার্তা ম্যাগাজিন সকল শ্রেণীর শিশুদের কথা বলে। এরই একটি অংশ হিসেবে আমরা এবার রঙ তুলিতে শিশু বার্তা সেক্টরটির পুরোটিই বরাদ্দ রেখেছি নাটোর জেলার সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল স্বপ্নকলির শিশুদের জন্য।