কবিতাঃ তারুন্যের ডাক
Admin
প্রকাশের সময় : ০৫/১০/২০১৯, ১১:৪৪ PM
তারুন্যের ডাক
-মুহাঃ রাকিবুল ইসলাম,
কচুয়া, বাগেরহাট
আমরা তরুন মনটা অরুণ
তপ্ত রোদের আলো,
রণ পথে ন্যায়ের সাথে
নিপাত করি কালো।
এই সমাজে থাকবে নাতো
দুর্নীতি কদাচার
সমাজ থেকে দূর করি আয়
পশুত্ব পাপাচার।
পারবে না কেউ লাথি দিতে
গরীব দুঃখীর বুকে
অনাহারী কেউ থাকবে নাতো
অন্ন দিবো মুখে।
সুখের সমাজ গড়বো এসো
বাধার সাথে লড়ি
জীবন যাবে যাক না চলে
সুখের সমাজ গড়ি।
বীর খালিদের উত্তরসূরী
কোথায় নবীন দল
দূর করি ঐ পরাশক্তি
আল্লাহর রাহে চল।
চুপটি করে ঘরের কোনে
থাকবো না আর চুপে
জ্বালা জ্বালা আগুন জালা নরাধমদের কুপে।
চতুর্দিকে আঁধার কালো
মানুষ মারার ফঁন্দি
মুক্তি পেতে জাগাও নিশান
করো ওদের বন্দি।
_____________________^
Post Views:
86
আপনার মতামত লিখুন :