ঠাকুরগাঁয়ের জেলা প্রশাসক জনাব ড.কে এম কামরুজ্জামান সেলিম মহোদয় কে নিয়ে লেখা কবিতা
Admin
প্রকাশের সময় : ৩০/০৯/২০১৯, ১০:৫১ PM
ঠাকুরগাঁওয়ের ডিসি
মোঃ মাহিন সরকার,
ঠাকুরগাঁ।
(ঠাকুরগাঁও জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব ড.কে এম কামরুজ্জামান সেলিম মহোদয় কে নিয়ে লেখা)
ঠাকুরগাঁওয়ে পেয়েছি মোরা এমন একজন ডিসি,
ধনী-গরীবের ভেদাভেদ ভুলে যান সবার সাথে মিশি।
গড়ছেন তিনি ঠাকুরগাঁও গড়ছেন নিজ হাতে,
বাড়াচ্ছেন তিনি সচেতনতা অন্যায় না হয় যাতে।
প্রতিরোধ গড়েন তিনি স্বাধীনতায় আঘাত এলেই,
মিথ্যে নয় ভাই বলছি সত্যি বুঝবে “অদম্য কর্নার” এ গেলেই।
এমন সৎ যোগ্য ব্যাক্তি খব কমই আছে আর?
আজ হৃদয় থেকে শ্রদ্ধা জনালাম কামরুজ্জামান সেলিম স্যার।
Post Views:
93
আপনার মতামত লিখুন :