শিশু-কিশোর সামাজিক সেবা সংগঠন জয়পুরহাটের যাত্রা শুরু
Admin
প্রকাশের সময় : ২৬/০৯/২০১৯, ৫:০০ PM
মোঃ রিফাত হোসেন, শিশু বার্তা প্রতিনিধি, জয়পুরহাটঃ
শিশু-কিশোর সামাজিক সেবা সংগঠন জয়পুরহাট নামে একটি সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠনের জয়পুরহাটে আজ থেকে (২৬/৯/২০১৯) সংগঠনটির যাত্রা শুরু হয়।
সংগঠনটির চেয়ারম্যান এর সাথে কথা বলে জানতে পারি তিনি বলেন সংগঠন টি সম্পূর্ণ শিশু-কিশোররা নিয়ন্ত্রণ করবে।আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই প্রত্যোকটা শিশুকে এখন থেকে মানবসেবায় নিয়োজিত হতে হবে তারই ধারাবাহিকতায় সংগঠনটিতে শিশু কিশোররা এসব নৈতিক দায়িত্ববোধ ও মানবসেবা করতে পারবে।
উক্ত সংগঠনটির কার্যক্রম হলো অসহায় শিশু-কিশোরদের সেবা করা, পথশিশুদের সেবা করা,মাদকাসক্ত শিশুকিশোরদের আলোর পথে ফিরিয়ে নিয়ে আসা,বৃক্ষরোপণ,রক্তদান,খেলাধুলা সহ ইত্যাদি।সংগঠনটিতে যোগদানের জন্য ১২-২২ বছর বয়স এর মধ্যে হতে হবে। এসব সংগঠনের মাধ্যমে শিশু-কিশোররা অনেক কিছু জানতে,শিখতে ও বুঝতে পারবে।
Post Views:
82
আপনার মতামত লিখুন :