ছড়াঃ শরৎ এলো


Admin প্রকাশের সময় : ১৭/০৯/২০১৯, ৯:০৩ PM
ছড়াঃ শরৎ এলো


শরৎ এলো
আসমা আক্তার শিমু
সি.আর.পি
সাভার,ঢাকা।
সাদা মেঘের ভেলায় ভেসে
শরৎ এলো মুচকি হেসে,
শিশির ঝরা দূর্বা ঘাসে
কাশের সারি নদীর পাশে।
ঝিলের মাঝে শাপলা হাসে
এমন করে শরৎ আসে,
ষড়ঋতুর  বাংলাদেশে।