কবিতাঃ শারদীয় সুর


Admin প্রকাশের সময় : ১৫/০৯/২০১৯, ১০:২১ PM
কবিতাঃ শারদীয় সুর
 শারদীয় সুর
নুর ইসলাম
ভালুকা, ময়মনসিংহ
শিশির ভেজা রোজ সকালে,
পাখির কলোতানে।
সূর্যি মামা জাগলো আবার-
নতুন সব গানে।
 
মাঠে মাঠে সবুজ,
ধান ক্ষেত গুলো হাসে।
শারদের সাদা কাশফুলে-
নদীর তীর আন্দদে ভাসে।
 
চারিদিকে ভবয়ে যায়, 
শারদের সুর । 
খোলরে এবার খুলরে এবার-
নতুন পথের দোর।