স্বপ্ন যাদের
মোঃ জাহাঙ্গীর আলম
ভুরুঙ্গামারী,
কুড়িগ্রাম।
স্বপ্ন যাদের হাতছানি দেয় আকাশটাকে ছোঁয়ার,
আঁধার ছেড়ে সম্মুখ পানে আনবে সুখের জোয়ার।
স্বপ্ন যাদের হাতছানি দেয় সরল পথে ছোটার,
জ্ঞানের আলোয় আলোকিত ফুলের মতো ফোঁটার।
স্বপ্ন যাদের হাতছানি দেয় সত্য কথা বলার,
বুকের মাঝে সাহস রেখে ন্যায়ের পথে চলার।
স্বপ্ন যাদের হাতছানি দেয় পড়াশোনা করার,
জ্ঞানের বলে বিশ্বটাকে হাতের মুঠোয় ধরার।
স্বপ্ন যাদের হাতছানি দেয় দেশের ছবি আঁকার,
সুখে-দুঃখে মায়ের বুকে স্নেহের মায়ায় থাকার।
স্বপ্ন যাদের হাতছানি দেয় জাতির কথা ভাবার,
বিভেদ ভুলে হৃদয় খুলে সঠিক দিশা পাবার।
স্বপ্ন যাদের হাতছানি দেয় অনেক কিছু শেখার,
মনের যতো ভাবনা আছে বাস্তব রূপে দেখার।
স্বপ্ন যাদের হাতছানি দেয় প্রভুর কালাম পড়ার,
কুরআন হাদিস অনুযায়ী জীবনটাকে গড়ার।
আপনার মতামত লিখুন :