ভাষাসৈনিক মহিউদ্দিন খানের প্রয়াণ দিবস আজ


Admin প্রকাশের সময় : ০৪/০৯/২০১৯, ৮:২১ PM
ভাষাসৈনিক মহিউদ্দিন খানের প্রয়াণ দিবস আজ

প্রয়াণ দিবসে ক্ষুদে স্মরণীকাঃ  
ভাষাসৈনিক মহিউদ্দিন খানের প্রায়াত দিবস আজ। ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান সিরাজগঞ্জের ভাষাসৈনিক মহিউদ্দিন খান। তিনি ১৯৩০ সালের ৭ মার্চ তৎকালীন সিরাজগঞ্জ মহুকুমার জুবলী বাগান রোডে পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন।পাকিস্তানি হায়নাদের আক্রমণ থেকে মাতৃভাষাকে রক্ষা করার জন্য আন্দোলন করেছেন তিনি। তিনি ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নকালে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার আমতলার সভায় যোগ দেন। সেদিন ১৪৪ ধারা ভঙ্গ করে এবং পিকেটিং করতে গিয়ে পুলিশের লাঠিপেটার শিকার হন।

নির্মল দাস মন্টু 
শিশু বার্তা প্রতিনিধি 
খাগরাছড়ি।