কবিতাঃ ১৫ আগস্ট
Admin
প্রকাশের সময় : ১৫/০৮/২০১৯, ৫:৩১ AM
কবিতাঃ ১৫ আগস্ট
সবুজ আহমেদ শামীম,
ব্রাক্ষ্মনবাড়ীয়া
হাজার বছরের শ্রেষ্ঠ তুমি
শেখ মুজিবুর রহমান,
আমরা কখনো যাবো না ভুলে
তুমি হৃদয়ে বিদ্যমান !
মহান তুমি জাতির জনক
শেখ মুজিবুর রহমান,
বাংলার গায়ের
বাংলার মায়ের তুমি সু- সন্তান !
বাঙালির হৃদয়ে আছো তুমি
অস্তিত্বে বহমান,
শ্রদ্ধা ভরে করি স্মরণ
শেখ মুজিবুর রহমান !
তোমার রক্তে ধরনী সিক্ত,
পদ্মা মেঘনা বহমান,
সবুজের মধ্য লাল পতাকা
জানাই তোমায় সম্মান !
এই যে মানচিত্র সোনার মাটি
তোমারই অবদান,
লক্ষ- কোটি মানুষের হৃদয়
থাকবে তুমি চির অম্লান।
Post Views:
99
আপনার মতামত লিখুন :