লেখকঃ সবুজ আহমেদ শামীম
ব্রাক্ষ্মনবাড়ীয়া
রাত পোহালে ঈদ
তাড়াও চোখের নিঁদ ,
খুশি তোমরা বুকে নিয়ে
দূর করে দাও জিদ !
সবাইকে বাসো ভালো
তাড়াও মনের কালো,
মিষ্টি চাঁদের হাসি দেখে
হৃদয় করো আলো !
আগে নিজেকে নিজে গড়
বিশ্বটাকে তুমি পড়ো,
ঈদের খুশি খুশবু মেখে
হৃদয় করো বড়ো !
ঈদ এসেছে ঈদ এসেছে
ঈদ এসেছে দারে,
ঈদের জামা কাপড়
আমি দিতে বলি কারে !
আপনার মতামত লিখুন :