কবিতাঃ অনাথ শিশু


Admin প্রকাশের সময় : ০৮/০৭/২০১৯, ৪:২৪ AM
কবিতাঃ অনাথ শিশু

কবিতা
অনাথ শিশু

মোঃ মামুনুর রশিদ লিংকন,

সোনাতলা, বগুুুুড়া

গরীব ঘরে জন্ম নিচ্ছে হাজার হাজার শিশু
আদর স্নেহ ভালোবাসা পায় না তারা কিছু
গরীব ঘরে জন্ম তাদের গরীব ঘরেই বাস,
রোগে কষ্টে দুঃখে কাটে তাদের বারো মাস।
অনাহারে অধাহারে দিন যে তাদের কাটে ,
বই খাতা ফেলে তারা কাজের পিছে ছোটে ।
অসুখ হলে পায় না তারা ওষুধ পথ্য খেতে ,
গায়ের জ্বর নিয়ে যেতে হয় তপু কাজে।