কবিতাঃ মায়ের আদর


Admin প্রকাশের সময় : ০৮/০৭/২০১৯, ৪:১৭ AM
কবিতাঃ মায়ের আদর

কবিতা

মায়ের আদর

মোঃ মাহিন সরকার, ঠাকুরগাঁও

পয়সা-টাকা চাইনে আমি
সম্পত্তি চাইনে,
চাইনে আমি সাহেব হয়ে
মাসে লক্ষ-কোটি টাকা মাইনে।

চাইনে আমি ধনের সিন্ধু
কোনো কিছুই চাইনে,
শুধু একটা জিনিস চাই আমি
যা মা ছারা কারো কাছে পাইনে।

এ জিনিসটা টাকা দিয়ে যায়না কেনা
যায়না পাওয়া থাকলেও বহু ধন,
এ জিনিসটা অবনীর সবচেয়ে দামি
এটি মায়ের আদরের মন।

মায়ের আদরে আছে এমন মধু
যে মধু মৌচাকেও নাই,
তাইতো আমি মায়ের আদর
অনন্তকাল পেতে চাই।

মায়ের আদর যে অতি দামি জিনিস
যা পায় সকল তনয়,
মায়ের আদরের চেয়ে দামি জিনিস
ধরিত্রীতে আর কিছু নয়।

মায়ের আদর যে তনয় পায়
সেইতো ভাগ্যবান,
মায়ের আদর যে অতি দামি
খোদা দেওয়া দান।