মো:মাহিন সরকার, ঠাকুরগাঁও
আমরা শিশু আমরাই দাবিদার
আমরা চাই আমাদের অধিকার।
আমরা করছি অঙিকার
আমরা করবো অন্যায়-দুর্নীতির প্রতিকার।
যাদের আছে পকেটে কালো টাকা
তাদের আছে মুখোশে মুখ ঢাকা।
তাদের মুখোশ একদিন আমরা খুলবো
তাদের একদিন জনতার সামনে তুলে ধরবো।
যারা করে শিশু নির্যাতন
তাদের একদিন করবো পতন।
আমাদের করতে হবে যতন
আমরাই হবো ভবিষ্যতের রতন।
আপনার মতামত লিখুন :