কবিতাঃ আয় আবদার


Admin প্রকাশের সময় : ২৮/০৬/২০১৯, ৪:০৯ AM
কবিতাঃ আয় আবদার

আয় আবদার

মোঃ মাহিন সরকার,ঠাকুগাঁও

ছেলে বলে পুতুল নেব
মেয়ে বলে আমটি,
বউ বলে,’দিও কিন্তু
বেশি করে দায়টি।’

ইচ্ছে মত বাজার পাঠায়
না গেলেই গর্জে,
আমি ভয়ে বাজারে ছুটি
বাঁধ ভাঙেনি ধৈর্য্যে।

আমার পকেটে শূন্য টাকা
হয় খুব স্বল্প আয়,
সবাই শুধু এটা ওটা
চাই চাই বলে যায়।