কবিতাঃ মানুষ


Admin প্রকাশের সময় : ২৩/০৬/২০১৯, ১১:২৯ PM
কবিতাঃ মানুষ

মানুষ

—মো: মাহিন সরকার

নিজের দোষে কিছু যায় আসেনা
পরের দোষে নিন্দা করে,
মানুষ কেন এমন হয়?
নিজ দোষ ঢাকতে মুখোশ পড়ে।
একলা মানুষ একলা থাকে
কাছে তাদের কেইবা ডাকে?
কেউ ঘুমোয় মস্ত আলয়ে
কেউ কেন পথেই থাকে?
কারো মুখে সুখ দেখে
হাসি ফুটে কালো ঠোঁটে,
কারো চোখে বৃষ্টি কেন?
বুকে বিষাদ তুরাগ ছোটে।
অনেক বুকে অনেক জ্বালা
সে জ্বালা কেইবা খোঁজে?
মানুষ হারালে মানুষ কেন
মানুষ হারানোর কষ্ট বোঝে?