কবিতাঃ বাঁধনহারা মন


Admin প্রকাশের সময় : ১৮/০৬/২০১৯, ৪:১৭ AM
কবিতাঃ বাঁধনহারা মন

বাঁধনহারা মন

মোঃ মাহিন সরকার, ঠাকুরগাঁও

বাঁধনহারা মনটা আমার
থাকতে চায়না ঘরে,
কি যেন কি ভাবনা এসে
আমায় ব্যাকুল করে।

বাঁধনহারা মনটা আমার
চায় ডানা পেতে,
ডানা মেলে পাখির সাথে
দুরে হারিয়ে যেতে।

বাঁধনহারা মনটা আমার
যেতে চায় গহীন বনে,
সখ্য গড়তে চায় কাঠবেড়ালির সনে।

বাঁধনহারা মনটা আমার
চায় মুক্ত হয়ে ছুটতে,
পরাধীনতা নামক জিনিসটাকট
চায় ধরনী থেকে টুটতে।

বাঁধনহারা মনটা আমার
চায় নিজের মতো থাকতে,
হাসি-খুশি নিজে থেকে
অন্যকেও রাখতে।