কবিতাঃ ঈদ সেলাম


Admin প্রকাশের সময় : ০৫/০৬/২০১৯, ১০:০৪ PM
কবিতাঃ ঈদ সেলাম

ঈদ সেলামি

মোঃ মাহিন সরকার

আজকে খুশির ঈদ এসেছে
সেলামি নিতে হবে,
দাদা দাদি চাচা চাচির কাছে সেলামি আদায় করি তবে। সেলামি আদায় করে আমি
ঈদে ঘুরবো সবখানে,
সেলামির তরে আমি
দৃষ্টি রাখবো সবার পানে।
এই সেলামি থেকেই আমি
দেব তাকেও ভাগ,
অভাবে কাপড় কিনতে না পেরে

করেছে যে শিশুটি রাগ।