পশ্চিম বঙ্গ আসানসোল
চুরুলিয়া গ্রামে,
থাকে এক দুষ্টু ছেলে
দুখু মিয়া নামে।
বন_বাদাড়ে ঘুরে
কুড়োয় নানান ফল,
কখনো যায় রুটির দোকান
কখনো লেটোর দল।
এ ছেলেটির ডাগর চোখে
বেশ রয়েছে মায়া,
যেন বনের ফুল পাখিরা
সবাই তার ছায়া।
এ ছেলেটির বাশির সুরে
মুগ্ধ গাঁয়ের লোক,
দুখু হেসেই ঘুরে পথে
বুকে যতই থাকুক শোক।
গানের দলে দুললো ওর
বাবরি মাথার চুল,
এ ছেলেটি মস্ত কবি
প্রিয়কবি নজরুল।
আপনার মতামত লিখুন :