কবিতাঃ খুকির বৃষ্টিধরা


Admin প্রকাশের সময় : ২১/০৫/২০১৯, ৪:২০ AM
কবিতাঃ খুকির বৃষ্টিধরা

খুকির বৃষ্টিধরা

মোঃ মাহিন সরকার, ঠাকুরগাও

বৃষ্টি নামে বৃষ্টি নামে
ঝনঝনিয়ে ওই,
বৃষ্টি নামে বৃষ্টি নামে
সূ্র্যি মামা কই!
বৃষ্টি দেখে মাঠে ঘাটে
নেইকো মানুষজন,
বৃষ্টি হাতে ধরতে ব্যাকুল
খুকির অবুঝ মন।
বৃষ্টি হাতে ধরতে গেলে
কানমলা দেয় মা,
ভীষণ রেগে মায়ের সাথে
খুকি কথা বলে না।
মেয়োর রাগ তাড়াতে না পেরে মা
খুকুকে বৃষ্টি ধরতে বলে হাতে,
খুকি লাফিয়ে মাকে চুমু দিয়ে
হাতে বৃষ্টি ধরায় মাতে।