সকালে ঘুম ভেঙে গেলো
মুঠোফোন হাতালাম কোনো সুখবর পাবার আশায়।
ফোনে দেখি কোনো সুখবর আসেনি।
তুমিও ওপার থেকে সকালের শুভেচ্ছা জানালেনা
আমি এপার থেকে কোনো সুখবর পেলামনা।
ভীষণ হতভাগা!
তাই হয়তো সুখবর থেকে বঞ্চিত হই বারবার।
ভয়ে আছি খুব।
তোমাকে সকালের শুভেচ্ছা পাঠাবো কিনা?
এমন মধুর সকালে তোমাকে শুভেচ্ছা না জানিয়ে পারি কি করে?
বুঝে উঠছিনা কিছুই।
তবুও ভয়ে ভয়ে এপার থেকে ওপারে
মুঠোফোনে জানিয়ে দিলাম সকালের শুভেচ্ছা -‘আজকের সকালটা বড়ই মধুর হতো
যদি তুমি ভালোবেসে জানাতে
শুভ সকাল’।
আপনার মতামত লিখুন :