বন্ধু তোর বিদায় শুনে
ঝরছে চোখে জল,
আজ বুকে আঘাত হেনে
ছুটছে বিষাদ দল।
কত স্মৃতি হৃদে আছে গেঁথে
কেটেছে অনেক রঙিন বেলা,
বন্ধুত্ব ‘মোদের চিরদিনের
যেথায় নাইকো কোনো হেলা।
তোর বিদায় শুনে বুক ফেটে যায়
তোকে ছাড়া কেমনে একা থাকি?
দুরে গেলে কেমন করে
কাছে তোকে ডাকি?
তবু হাসিমুখে দিলাম বিদায়
বন্ধু আমায় যাসনে কভু ভুলে,
মোদের বন্ধুত্ব রবে বেঁচে
হৃদয় নামক ফুলে।
আপনার মতামত লিখুন :