কবিতাঃ থাকতে চাই


Admin প্রকাশের সময় : ০১/০৫/২০১৯, ৩:০৬ AM
কবিতাঃ থাকতে চাই

থাকতে চাই

মোঃমাহিন সরকার,ঠাকুরগাও

আমি তো তোমার মাঝেই থাকতে চাই।
তবু কেন দুরে থেলে দাও?
হায়রে মানুষ মনও বোঝেনা।
জানেনা মন কি চায়
নীরবে কোথায় হারায়।
আমি তো তোমার মাঝেই থাকতে চাই।
আমি হবো ভোরের শিশির
তুমি প্রতিদিন হাঁটবে আমার উপর।
আমি হবো এক চিলতে রোদ
তুমি আমাকে সারা গায়ে মেখে হাঁটবে সারাটি দুপুর।
আমি হবো খুব সকালের ঘুগু
তুমি যখন আলসেমি করে ঘুম থেকে জাগবেনা
তখন তোমার জানালায় গিয়ে ডেকে দেবো
করবো সেকি কোলাহল!
আমি হবো গভীর ঘুম
যখন তোমার চোখে ঘুম আসবেনা
অনেক রাত অবধি জেগে রবে
তখন তোমার চোখে হুট করেই এসে যাবো।
আমি হবো উতলা বাতাস
যখন তোমার মন একটু কাঁদবে
তখনি এসে উড়িয়ে নেব সমস্ত কান্না।
আমি হবো জোসনা ধোয়া প্রহর
তোমাকে ছুয়ে দেব প্রতিটি ক্ষন।
আমি হবো উদাসীন প্রান্তর
যেখানে তুমি উদাস হয়ে হাঁটবে
যেদিকে দুচোখ যায় সেদিকে হারাবে।
আমি হবো বৃষ্টি
যখনি তোমার মনে মেঘ জমে যাবে
তখনি আমি বৃষ্টি ধারা হয়ে নামবো তোমার মনে।
আমি হবো তোমার সমস্ত সুখ,সমস্ত ভালোলাগা।
সর্বদা হাসির কারন হয়ে
বিষাদের বারন হবো।
তবু কেন দুরে থেলে দাও!
আমি যে তোমাকে ছু্য়ে থাকতে চাই
তোমার মাঝেই থাকতে চাই।