প্রকাশ হতে যাচ্ছে শিশুর আলোর নতুন লোগো


Admin প্রকাশের সময় : ২২/০৪/২০১৯, ৩:৪৬ PM
প্রকাশ হতে যাচ্ছে শিশুর আলোর নতুন লোগো

প্রকাশ হতে যাচ্ছে “শিশুর আলো”র নতুন লোগো

নিউজ ডেস্কঃ

শিশু বার্তার সহযোগী প্রতিষ্ঠান শিশুর আলো ফাউন্ডেশন এর নতুন লোগো অচিরেই আত্ন প্রকাশ পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এর প্রধান নির্বাহী।

অনলাইনে একটি ভিডিও কনফারেন্স এ-র মাধ্যমে এ-ই লোগো উন্মোচন করা হবে বলে জানিয়েছে এ-ই প্রতিষ্ঠানের ডেপুটি এক্সিকিউটিভ। এখন শুধু অপেক্ষার পালা সকলের।