কবিতা:-ইচ্ছে পুড়ি


Admin প্রকাশের সময় : ২০/০৪/২০১৯, ৮:৫১ PM
কবিতা:-ইচ্ছে পুড়ি

কবিতা:-ইচ্ছে পুড়ি
মোঃ মাহিন সরকার

প্রতিদিন কিছু ইচ্ছেকে পোড়াতে হয়
প্রতিদিন কিছু ইচ্ছের রাস্তা আটকিয়ে দিতে হয়
প্রতিদিন কিছু ইচ্ছের গতরে বায়ুসখা ফেলে
ইচ্ছেদের ভস্মীভূত করতে হয়।
আমার ইচ্ছেরা যেন পুরন হতে চায়না।
কোনো না কোনো ভাবে আজাড় হয়ে যায়।
এখন আর আমার ইচ্ছেরা জাগেনা
আমার ইচ্ছেরা জাগলেই মরে যায়।
এখন কিছু নিয়ে স্বপ্ন দেখতে মন চায়না
আমার স্বপ্নের মাঝেও বেদন এসে দাঁড়ায়।
এখন আমি বুঝি,আমি জানি
যখন ভালোবাসা প্রতারক হয়ে যায়
তখন ইচ্ছে ও স্বপ্নরা হয় প্রতারনার শিকার
বিশ্বাস সে তো শুধুই হাসির পাত্র।
তাই আমি আর স্বপ্ন দেখিনা
আমার ইচ্ছেদের পুড়িয়ে মারি প্রতিনিয়ত।