।।কবিতাঃ জয় হলো বাদলের।।
Admin
প্রকাশের সময় : ১০/০৩/২০১৯, ১:২৬ AM
মোঃ মাহিন সরকার, ঠাকুরগাঁও
বাদল দিন আসলো আবার
বাদল পড়বে সকাল-দুপুরে,
হৈ-চৈ করে দুষ্টু বালক
লাফ দেবে পুকুরে।
মায়ের কান মলাটা হর্ষ ভেবে
ছুটবে খুকি ছুটবে আজ,
সারা গায়ে বাদল মেখে
কাটবে ওদের সকল লাজ।
সূ্র্যি মামার নিরবতায়
ভিজে যাচ্ছে দিন সকলের,
খোকা-খুকির কন্ঠে যে আজ
জয় হলো বাদলের।
Post Views:
86
আপনার মতামত লিখুন :