।।ছড়াঃ আগুন।।
Admin
প্রকাশের সময় : ০৭/০৩/২০১৯, ৪:৪০ AM
মুহাম্মাদ শরিফুজ্জামান,শিশুবারতা রিপোর্টার
আগুন খুব ভয়ংকর
তা নিয়ে করো না ছিনিমিনি,
একটু অসাবধান হলে
কেড়ে নেবে জীবনখানি।
তোমার অসাবধানতা
কেড়ে নেবে অনেক প্রাণ,
ফাটবে তোমার মায়ের বুক
করবে বিলোপন।
বিজ্ঞানীরা বলে, ‘সিলিন্ডার,
ওটা তো আস্ত একটা বোম!
তার থেকে থাকো দূরে,
রাখবে না কাছে জ্বলন্ত মোম।’
বাঁচতে হলে জানতে হবে
থাকতে হবে সাবধান,
মৃত্যুর দূত আগুনে থাকে
অসাবধানীর নেবে প্রাণ।
Post Views:
85
আপনার মতামত লিখুন :