।। কবিতাঃ মাদক মুক্ত জিবন।।


Admin প্রকাশের সময় : ০৩/০৩/২০১৯, ৫:০১ PM
।। কবিতাঃ মাদক মুক্ত জিবন।।

মাদক মুক্ত জিবন
মোহাম্মদ মুনতাসীর মামুন, পটুয়াখালী

জীবনকে ভালোবাসি
নেশাকে ভুলে,
জীবনকে রঙিন করি
ইয়াবাকে ফেলে।
সোনার বাংলা গড়তে
মাদককে ঘৃণা করি,
দেশ গড়ার প্রতিজ্ঞায়
ইয়াবা দেই ছাড়ি।
ফেনসিডিল নয়
মাদক ব্যবসায়ীকে বারণ করি,
সুন্দর সমাজ গড়তে
মাদককে এড়িয়ে চলি।
আক্রান্ত ব্যাক্তিকে
শোধরাতে বলি,
মাদককে এড়িয়ে থেকে
সুন্দর আগামী গড়ি।
আমরা সবাই সোনার ছেলে
সোনার মতই দামী,
মাদক নয়
এ শ্লোগানকেই বলি।
আমি আর সহপাঠী
কেউ না যেন জড়ায়,
শান্তি সুখের জিবনে
মাদকের কালো থাবায়।
শিশু কিশোর কেউ নয়
এবার আমরা শপথ করি,
সোনার ছেলেরা
মাদক নয়,জিবনকেই ভালোবাসী।