অমর হয়ে


Admin প্রকাশের সময় : ২৪/০২/২০১৯, ৪:৫৩ AM
অমর হয়ে

         -মোঃমাহিন সরকার

              ইসলাম নগর,ঠাকুরগাঁও

মরবো না ভাই মরবো না আর

বাঁচবো তোদের তরে,

মরলে আমি জ্বলবে পাবক

তোদের চিত্তের ঘরে।

মরার আগে আমার স্মৃতি

রাখবো তোদের মনের ঘরে,

আমার স্মৃতি বক্ষোর মাঝে

রাখিস যতন করে।

আমার স্মৃতি গাঁথবো তোদের মনে

করিসনে ভাই হেলা,

আমার স্মৃতি হৃদে পুশিস তোরা

দিবা-সাঁঝের বেলা।

আমার স্মৃতি  রাখবো তোদের কাছে

দিসরে একটু ঠাঁই,

তবেই মরার পরেও বেঁচে রবো

অমর হয়ে ভাই।