একজন শিশুর চিকিৎসায় আর্থিক সাহায্যের আবেদন


Admin প্রকাশের সময় : ০৮/০২/২০১৯, ৬:০৩ PM
একজন শিশুর চিকিৎসায় আর্থিক সাহায্যের আবেদন

একজন শিশুর হার্ট অপারেশন এর জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন।সকলের কাছেই সাহায্য চেয়েছেন শিশুটির পিতা।

সকলের সাধ্যমত পাশে থাকার অনুরোধ রইলো।

রোগীর নামঃবাবু ইসলাম। ।
পিতা:পবারউদ্দীন।
বয়সঃ৭বছর
সমস্যাঃহার্টের অপারেশন।
সাংঃবড়গাঁও।
ডাকঘরঃবড়গাঁও
থানা ও জেলাঃঠাকুরগাঁও

শ্রেণিঃ২য়
শিক্ষা প্রতিষ্ঠানঃবড়গাঁও প্রাথমিক বিদ্যালয়,ঠাকুরগাঁও।

সাহায্য পাঠাবার ঠিকানাঃ

বিকাশঃ01721785720