ছড়াঃ বিজ্ঞাপন।


Admin প্রকাশের সময় : ০১/০২/২০১৯, ২:২৯ AM
ছড়াঃ বিজ্ঞাপন।

বিজ্ঞাপন
মোঃমাহিন সরকার,ঠাকুরগাঁ।

চারিদিকে চলছে প্রচার -প্রচারনা
কর্মের চেয়ে বিজ্ঞাপনের ব্যাসনে মেতেছে মানুষ।
সবার মনে বিজ্ঞাপনের ভাবনা উকি দিয়ে বলে ‘নিজেকে উপরে উঠাতে বিজ্ঞাপন চালাতে হবে’।
মানুষ কাজের চেয়ে বিজ্ঞাপনের পিছনে ছুটছে বেশি।
যতটা না হৃদয়ে ভালোবাসে
ততটাুই ভালোবাসা মুখে প্রকাশ করছে।
যতটা না কর্মে সেবা করে
ততটাই মিথ্যে বলে সেবার প্রচার করছে।
যতটা না হৃদয়ে দেশ প্রেম লালন করে
ততটাই দেশপ্রেম মিডিয়ায় প্রকাশ চলছে।
মানুষ সবত্র খুলে বসেছে বিজ্ঞাপনের বিশ্ববাজার।
যেদিকেই চোখ যায় সেদিকেই দেখি
পষ্টার,ফেস্টুন, ব্যানারের ছড়াছড়ি।
কোনো দেয়ালে বাদ পড়েনি বিজ্ঞাপনের নিদর্শন।
মানুষ আজ বড্ড বিজ্ঞাপন মুখি হয়ে পড়ছে।
এই শিক্ষিত সমাজে এক অদ্ভুত বিজ্ঞাপনের প্রণালির সময় যাচ্ছে।
মানুষ সুযশের উদ্দেশ্যে বিজ্ঞাপনকে করছে প্রধান হাতিয়ার।
বিজ্ঞাপন ব্যাতিত মানবসত্বা দিন দিন
অচল হয়ে পড়েছে।
তাই আজ মানুষের মুখে শোনা যায়
‘বিজ্ঞাপন চালাতে হবে,কারন প্রচারেই প্রসার।।