সাকলাইন শিহাব,শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগন্ঞ্জ:সিরাজগঞ্জের কাজিপুরে গান্ধাইল গ্রামের শাহজাহান-হামিদা দম্পতির নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধি মেয়ে মালতী খাতুনের(১১)’র চার মাসেও কোন সন্ধান মেলেনি।
নিখোঁজের পিতা শাহজাহান আলী জানান,২০১৮ সালের ১৫ই সেপ্টেম্বর পাশের একডালা গ্রাম থেকে নিজ বাড়ীতে রওনা হয়ে তার মেয়ে আর বাড়িতে ফিরে আসেনি।
মেয়েটির গায়ের রং কালো,৪ ফুটের মতো,পরনে ছিল ফ্রগ জামা।মেয়েকে ফিরে না পাওয়ায় কাজিপুর থানায় একটি জিডি করা হয়েছে বলে জানায় শাহজাহান আলী।
এদিকে বুদ্ধি প্রতিবন্ধি মেয়েকে ফিরে না পেয়ে দরিদ্র পিতা-মাতা শোকে দিশেহারা হয়ে পড়েছেন।সন্ধান পেলে ০১৭৯৩৯৯২৫৩৪ নাম্বারে যোগাযোগের জন্য মেয়েটির পরিবার পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :