।।কবিতাঃ বৃষ্টি।।


Admin প্রকাশের সময় : ২০/০১/২০১৯, ৬:১০ AM
।।কবিতাঃ বৃষ্টি।।

বৃষ্টি
মোঃমাহিন সরকার, ঠাকুরগাঁ।

চারিদিকে দিলাম দৃষ্টি
হচ্ছে রিমঝিম ঝিম বষ্টি
চারিদিকে হওয়া এই বৃষ্টি
লাগছে অনেক মিষ্টি।
বৃষ্টি পড়ে সকাল-দুপুর
শব্দ করে টাপুর-টুপুর,
বৃষ্টি পড়ে সন্ধ্যা রাতে
জিম -মিম বৃষ্টি ধরে হাতে।
বৃষ্টি পড়ে খালে-বিলে
বৃষ্টি কন্যা সেজে নাচে টিনের চালে,
সূর্যি মামা আছে নীরবে
এ বৃষ্টি কি আর জিরবে!