কবিতাঃ “মা”… আমি তোমার কাছেই আছি, মাহিন সরকার, ঠাকুরগাঁ


Admin প্রকাশের সময় : ১৭/০১/২০১৯, ১১:২৮ PM
কবিতাঃ “মা”… আমি তোমার কাছেই আছি, মাহিন সরকার, ঠাকুরগাঁ

“মা” আমি তোমার কাছেই আছি
মোঃমাহিন সরকার, ঠাকুরগাঁ

আমি তোমার কাছেই আছি
তোমায় ছারা কোথায় যাবো মা
তুমি যে আমার আধার রাতে চাঁদের জোছনা।
তুমি আছ বলেই আমার পৃথিবীতে আসা
তুমি আমার নয়ন মনি তুমি ভালোবাসা।
তুমি আমার আশার আলো,
তুমি আমার সব
তুমি আমার ব্যাথার মাঝে খুশির মহারব।
তোমার শাড়ির আচল আমার কাছে
সুখের দেশের ডানা
তেমার হাসি আমার কাছে দুরে যাওয়ার মানা।
তোমায় ছেরে আমি আবার কোথায় যাবো দুরে!
দুরে গেলেই আমার দেহ অনলে যাবে পুরে।
শত বাধা আসলেও থাকবো আমি
তোমার শাড়ির আচল ধরে
বাঁচবো আমি সারাজীবন তোমায় আপন করে।
তোমার থেকে দুরে গেলে কার কাছে মুছে নেবো চোখের জল?
দুষ্টুমি করলে দেবে কে আমায় কানমল।
থাকবো আমি সারাজীবন এখন যেমন আছি
মরন এলেও থাকবো আমি তোমার কাছাকাছি।
মরণের দিনও আমি তোমার কাছে থাকবো
মাথায় হাত বুলিয়ে নিয়ে তোমার কোলে মাথা রাখবো।
তুমি আর মিছামিছি ভয় পেয়ো না মা
আমি তোমায় ছেরে কোথাও যাবোনা।
আমি তোমার কাছেই আছি দেখ মা আঁখি মেলে
এভাবেই তোমার পাশে থাকবে অনন্তকাল তোমার সোনার ছেলে।