জাগো খোকা
মোঃমাহিন সরকার,
ঠাকুরগাঁ।
অনেক ভোরে জাগবো না আর
ডাকছো কেন মাগো?
বলছো কেন পাখি ডাকার আগে
ভোর হয়েছে জাগো?
কেন গো মা আমায় তুমি
ভাঙতে বলো ঘোর?
দেখ মা আসেনি আজও
পাখি ডাকা ওই ভোর।
পাখি ডাকবে ভোরও হবে
খোকা তুমি জাগার পরে,
তুমি পাখিদের না জাগালে
ভোর আসবে কেমন করে।
তুমি পাখিদের ডাকার পরে
পাখিরা ডেকে আনবে নবীন ভোর,
দেখবে খোকা ভাঙবে সবার
অলসতার ওই ঘোর।
আপনার মতামত লিখুন :