কবিতাঃএই তো মোদের পাঠশালা
Admin
প্রকাশের সময় : ১৮/১২/২০১৮, ৮:১১ PM
||কবিতা||
এই তো মোদের পাঠশালা
লেখকঃসীমান্ত সাহা (১৬)
জেলাঃ-নরসিংদী।
আমরা শিশু আমরা কিশোর
আমরা নবীন দল
পাঠশালাতে যাবো মোরা
বুকে নিয়ে বল
চল চল সবাই মিলে
পাঠশালাতে যাই
লেখা-পড়া শিখে মোদের
মানুষ হওয়া চাই
বাঙ্গালি মোরা বাংলা মোদের ভাষা
দেশের সেবা,মায়ের সেবা
শপথ নিতে হবে
গড়তে হবে সোনার বাংলা
স্বপ্ন মনে রবে।
Post Views:
97
আপনার মতামত লিখুন :