১৬ ডিসেম্বর বাংলাদেশের সকল সরকারি চিড়িয়াখানায় শিশুদের প্রবেশ ফ্রি!!!
Admin
প্রকাশের সময় : ১৩/১২/২০১৮, ৯:৫৫ AM
শিশুবার্তা ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ সরকার আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সরকারি (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ভুক্ত) সব চিড়িয়াখানায় শিশু (অনূর্ধ্ব ১৮ বছর বয়সী), শিক্ষার্থী, এতিম ও প্রতিবন্ধীদের প্রবেশাধিকার ফ্রি ঘোষণা করা হয়েছে।
তাদের চিড়িয়াখানায় প্রবেশ করতে কোনও ফি লাগবে না। তারা বিনামূল্যে দেশের সব সরকারি চিড়িয়াখানা পরিদর্শন করতে পারবে।
সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের সভাপতিত্বে আসন্ন বিজয় দিবস পালনের প্রস্তুতি সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ্ আলম।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সভায় মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সরকারি-আধাসরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে আলোকসজ্জাকরণ এবং মন্ত্রণালয়ের উদ্যোগে মৎস্য অধিদফতরের সম্মেলনকক্ষে “সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল-প্রযুক্তির সর্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্যসূত্রঃ শিক্ষাবা্র্তা ডটকম
Post Views:
92
আপনার মতামত লিখুন :