মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দিতে কেন্দ্রে এসে উপহার পেয়েছেন পরীক্ষার্থীরা।
রোববার (৬ নভেম্বর) রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দেখা মিলেছে এমন চিত্রের।
কেন্দ্রে প্রবেশ করতে যেতেই যেন অন্য দৃশ্য দেখা যায়। পরীক্ষার্থীদের জন্য এদিন অপেক্ষা করছিল ঢাকা মহানগর পুলিশের সারপ্রাইজ গিফট। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশের সময় প্রতিটি পরীক্ষাথীর হাতে তুলে দেয়া হয় চকলেট, কলম ও পানি। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটির সদস্যদের গুড লাক উইশ। এতসব উপহার পেয়ে উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা।
শুধু উপহারই নয়, ট্রাফিক জ্যামে আটকেপড়া পরীক্ষাথীদের জরুরি ভিত্তিতে নিজে কেন্দ্রে পৌঁছে দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের। অসুস্থ পরীক্ষাথীদের পরম মমতায় পৌঁছে দিয়েছেন নিজেদের সিট পর্যন্ত।
উপহারের পাশাপাশি পরীক্ষাদের নিজ কেন্দ্র ও সিট নম্বর খুঁজে দেয়া, শারীরিক জটিলতায় ভোগা পরীক্ষাথীদের পরম মমতায় কেন্দ্রে পৌঁছে দিতে ভিন্নধর্মী সেবা দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের।
দুয়ারে উচ্চ শিক্ষার হাতছানি। যেখানে পৌঁছাতে পেরোতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার গণ্ডি। তাই রোববার এইচএসসির পরীক্ষায় অংশ নিতে এমন প্রাণান্ত চেষ্টা ঢাকা বিভাগের ২৯৩ কেন্দ্রের ২ লাখ ৮৯ হাজার পরীক্ষার্থীর। বাস, রিকশা কিংবা হেঁটে যে যেভাবে পেরেছেন নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছানোর ব্যস্ততা দেখা গেছে পরীক্ষার্থী ও অভিভাবকদের। ট্রাফিক জ্যামের ভোগান্তি থেকে রেহাই পেতে এদিন দেড় থেকে ২ ঘণ্টা আগেই যাত্রা শুরুর কথা জানান তারা।
পুলিশ বলছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষাদের যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে সহযোগিতার অংশ হিসেবে পরীক্ষার দিনগুলোতে স্পেশাল ট্রাফিক মনিটরিং, মোবাইল টিম চালু আর পরীক্ষাথীদের মনোবল বাড়াতে তাদের জন্য উপহারের আয়োজন করা হয়েছে। রোববার শুরু হওয়া পরীক্ষা চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত।
আপনার মতামত লিখুন :