শিশু সোহেল রানাকে হুইল চেয়ার প্রদান করল মানব সেবায় স্বপ্ন গ্রুপ


মো: আসাদুজ্জামান নাদিম, সিরাজগঞ্জ: প্রকাশের সময় : ১২/০১/২০২৩, ৭:০৮ PM
শিশু সোহেল রানাকে হুইল চেয়ার প্রদান করল মানব সেবায় স্বপ্ন গ্রুপ

ছোটো বেলা থেকেই প্রতিবন্ধকতায় ভুকছেন সোহেল রানা। বাবা আলম মন্ডলের একটি হুইল চেয়ার কেনাও ছিল সাধ্যের বাহিরে।সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিয়ারা গ্রামের ১০ বছর বয়সি প্রতিবন্ধী শিশু সোহেল রানাকে একটি হুইল চেয়ার প্রদান করেছে মানব সেবায় স্বপ্ন গ্রুপ । 

ফেসবুক থেকে সংগৃহীত অর্থে বুধবার (১১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে শিশু সোহেল রানাকে হুইল চেয়ারটি তুলে দেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (সেবা)। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সামিউল, ডিএসবি শাখার পুলিশ সদস্য ও মানব সেবায় স্বপ্ন গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ শামীম রেজা, মানব সেবায় স্বপ্ন গ্রুপের সদস্য মোঃ ইসমাইল হোসেন, মোঃ আখতারুজ্জামান আক্তার ও মোঃ সোয়েব আহমেদ সহ অন্যান্যরা ।

হুইল চেয়ার পেয়ে আনন্দে সোহেল ও তার বাবার মুখে ফুটেছে প্রশান্তির হাসি । এভাবেই দরিদ্র পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদেরকে হুইল চেয়ার প্রদান করে ও অসহায় মানুষের পাশে থেকে তাদের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন মানব সেবাই স্বপ্ন গ্রুপ নামের মানবসেবামূলক এই ফেসবুক গ্রুপ।