র‍্যাবের র‍্যৌথ অভিযানে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ১৩/০২/২০২৩, ৫:১২ PM
র‍্যাবের র‍্যৌথ অভিযানে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষনের ঘটনায় একমাত্র আসামী কে সিরাজগঞ্জ থেকে যৌথভাবে গ্রেফতার করেছে রংপুর ও সিরাজগঞ্জ র‍্যাব ১৩ ও ১২।

আজ সোমবার(১৩ ফেব্রুয়ারি)সকাল ১১ টায় ঘটনার বিবরণ তুলে ধরে প্রেস ব্রিফিং করেন র‍্যাব-১৩ এর অধিনায়ক।

র‍্যাব ১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, গত ২৩ মাসের জানুয়ারি অভিযুক্ত আসামী মোঃ মমিনুল ইসলাম ভাতিজি ভিকটিমকে খাবার দেওয়ার কথা বলে নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ভিকটিম সম্পর্কে চাচা-ভাতিজি হওয়ায় আসামী ও আসামীর স্ত্রী তাকে মাঝে মাঝেই তাতের ঘরে নিয়ে যেত। ঐদিন আসামীর স্ত্রী ঘরে না থাকার সুযোগে ভিকটিমকে ঘরে এনে সে হীন কাজটি সম্পন্ন করে। এসময় ভিকটিম কান্নাকাটি করতে থাকলে অভিযুক্ত আসামী ভিকটিমকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে গত ২৬ জানুয়ারি থানায় এজাহার দায়ের করে। ঘটনাটি স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচারিত হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটানাটি জানাজানি হওয়ার পর ধর্ষক গ্রেফতার এড়াতে পালিয়ে আত্মগোপনে চলে গেলে র‍্যাব ১৩ ছায়া তদন্ত শুরু করে।

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় অপারেশন পরিচালনা করে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী দিনাজপুরের বীরগঞ্জ থানার মমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। আইনানুগ ব‍্যবস্থা গ্রহণ শেষে আসামীকে দিনাজপুরের বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র‍্যাব ১৩ রংপুর।