মানিকগঞ্জের ঘিওর ডি.এন পাইলট উচ্চ বিদ্যালয়ের অপহৃত ১০ম শ্রেনীর ১৫ বছরের এক কিশোরী শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরনে জড়িত থাকায় বখাটের মামি ছন্দা আক্তার (২২) কে গ্রেফতার করে ঘিওর থানা পুলিশ।
উপজেলার ঘিওর সদর ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকা থেকে শনিবার মধ্যরাতে তাকে উদ্ধার করা হয়।
গ্রেফকারকৃত ছন্দা আক্তার ঘিওর সদর ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকার তুষার মিয়ার মেয়ে।
পুলিশ জানান, দীর্ঘদিন ধরে ওই স্কুল শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল ঘিওর বটতলা মোড় এলাকার নূর আলম জনির ছেলে বখাটে সাইফ আল সাইমন (১৯)। এছাড়াও স্কুলে আসা-যাওয়ার সময় বিরক্তও করতো সাইফ আল সাইমন। কিন্তু প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি সন্ধায় প্রাইভেট পড়ে বাড়ির ফেরার পথে ঘিওর করটিয়া মোড় থেকে হাত-মুখ বেধে ওই স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় বখাটে সাইম আল সাইমন। বিষয়টি জানা জানি হলে ওই দিন রাতে অপহৃত স্কুল শিক্ষার্থীরা বাবা শনিবার সন্ধায় বখাটে সাইফ আল সাইমনসহ তার বাবা-মাসহ ৭জনের নাম উল্লেখ্য করে ঘিওর থানায় অভিযোগ করেন। এরপর অভিযান চালিয়ে এবং তথ্য প্রযুক্তির সুবাদে বখাটে সাইফ আল সাইমনের নানির বাড়ি থেকে শনিবার রাতে ওই স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
ঘিওর থানার ওসি মো.আমিনুর রহমান বলেন, উদ্ধার হওয়ার পর স্কুল শিক্ষার্থীর বক্তব্য অনুযায়ী বখাটের মামি ছন্দা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। এরপর ডাক্তারী পরীক্ষা শেষে রোববার দুপুরে ওই স্কুল শিক্ষার্থী এবং গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও ওসি জানান।
আপনার মতামত লিখুন :