যশোরে নির্মাণাধীন হোটেলের ইট মাথায় পড়ে শিশুর মৃত্যু


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় : ১৯/০৩/২০২৩, ৯:০৫ PM
যশোরে নির্মাণাধীন হোটেলের ইট মাথায় পড়ে শিশুর মৃত্যু

যশোরের চৌগাছায় একটি নির্মাণাধীন হোটেলের ইট মাথায় পড়ে শ্রেয়া বালা নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

শ্রেয়া বালা চৌগাছা পৌরসভার নিরিবিলিপাড়া (৪নং ওয়ার্ড) এলাকার শংকর বালার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে যশোরের চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, চৌগাছা উপজেলা সদরের একটি নির্মাণাধীন হোটেলের নিচে শিশুটি খেলা করছিল। এসময় ছাদ থেকে ইট ছিটকে এসে শ্রেয়া বালার মাথায় পড়ে। পরে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে শিশুটি মারা যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।