সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


মো: রাকিব হাসান হৃদয় প্রকাশের সময় : ৩১/০৭/২০২৩, ৭:৪৫ PM
সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে শাহাদাত হোসেন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। শাহাদাত হোসেন ওই গ্রামের শাহ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে পরে যায় শাহাদাত। শিশুটির দাদি সেটা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পানি থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কিন্তু কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।