চট্টগ্রামে দেয়াল ধসে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু


শিশু বার্তা প্রতিবেদক: প্রকাশের সময় : ০৭/০৮/২০২৩, ১২:৪৪ PM
চট্টগ্রামে দেয়াল ধসে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে অতিবৃষ্টিতে বাড়ির দেয়াল ধসে মুহাম্মদ মিজবাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত-রাতে উপজেলা সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মিজবাহ বৈলগাঁও গ্রামের মুহাম্মদ রফিউল আলমের ছেলে।

শিশুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সাধনপুর ইউপি চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল।
নিহত শিশুর পরিবার ও স্থানীয় চৌকিদার আব্দুল মুবিন জানান, গত রাতে প্রবল বৃষ্টির কারণে ঘরের চালা বেয়ে বৃষ্টির পানি মাটির দেয়ালে পড়ে। এতে দেয়াল পানি চুষে একপর্যায়ে ধসে পড়ে। এ সময় ওই শিশুর মা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটি খেলা করছে ঘরের ভিতরে। হঠাৎ দেয়াল ধসে মাটিতে চাপা পড়ে শিশুটি। ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, সাধনপুরের পশ্চিম বৈলগাঁও গ্রামে প্রবল বৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি।