গাজীপুরের অপহৃত শিশুকে ঝালকাঠি থেকে উদ্ধার করলো র‌্যাব


শিশু বার্তা প্রতিবেদক: প্রকাশের সময় : ০৯/০৮/২০২৩, ১২:০০ AM
গাজীপুরের অপহৃত শিশুকে ঝালকাঠি থেকে উদ্ধার করলো র‌্যাব

ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সালমা আক্তার (৬) নামে এক মাদ্রাসা পড়ুয়া শিশু ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার ভোররাতে তাকে উদ্ধার করে গাজীপুর মেট্রোঃ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, জানায় র‌্যাব।

এক প্রেস বার্তায় র‌্যাব -৮ জানায়, সালমা গাজীপুর জেলার জয়দেবপুর ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর গ্রামের মাওলানা নুর মোহাম্মদ মেয়ে ও স্থানীয় খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী। গত ০১ আগস্ট সকালে ওই শিশুটিকে আত্মীয় পরিচয় দিয়ে মাদ্রাসা থেকে নিয়ে দোকানে খাবার কিনে দেয়ার কথা বলে অপহরন করে রিয়াজ জমাদ্দার (৪০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় শিশুটির ভাই মোঃ হাবিবুল্লাহ বিল্লাল গত ৪ আগস্ট গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি এজাহার দায়ের করেন। যার মামলা নং ০৮।পরে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করলেও অপহরনকারী পলাতক রয়েছে। র‌্যাব -৮ এর সিপিএসসি কমান্ডার মেজর মোঃ জাহাঙ্গীর আলম জানান, শিশুটিকে অপহরন করে অপহরকারী ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাসস্ট্যান্ডে অবস্থান নেন। র‌্যাব তার অবস্থান সনাক্ত করে অভিযান চালালে অপহৃত শিশুটিকে উদ্ধার করলেও অপহরণ মামলার আসামীকে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছেন।