আনিশা সুস্থ্য হলেও বাঁচেনি মরিয়ম!


শিশু বার্তা প্রতিবেদক: প্রকাশের সময় : ০৯/০৮/২০২৩, ১২:৩৭ AM
আনিশা সুস্থ্য হলেও বাঁচেনি মরিয়ম!

ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানিতে ডুবে মরিয়ম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০৭ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার পুটিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মরিয়মের বয়স আড়াই বছর। মরিয়ম একই এলাকার মালেশিয়া প্রবাসী মো. মিজান হাওলাদারের মেয়ে।

মরিয়মের মা হাফিজা বেগম জানান, সকালে ঘরে মরিয়মা ও তার চাচাত বোন আনিশা খেলা করছিল। কিন্তু কখন তারা দুইজনেই পুকুর পারে গিয়ে পানিতে পড়ে যায় পরিবারের কেউ জানেনা। হঠাৎ বেলা ১১টার দিকে ঘরের পাশের পুকুরে মরিয়ম ও আনিশাকে ভাসতে দেখেন তিনি। এরপর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎষক আনিশাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ্য করতে পারলেও ও মরিয়মকে মৃত বলে ঘোষনা করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরাদেহ ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঝালকাঠি/এমএএন/ডিএমএস