এইচএসসির ফল প্রকাশিত


শিক্ষা ডেস্ক প্রকাশের সময় : ০৮/০২/২০২৩, ৩:১৪ PM
এইচএসসির ফল প্রকাশিত

২০২২ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ জিপিএ ফাইভ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

ফলাফলে দেখা যায়, জিপিএ-৫ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে মোট পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন। জিপিএ-৫ এর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর বোর্ড।  এখানে জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৫ জন। পাসের হার ৭৩ দশমিক ৯ শতাংশ।

এ ছাড়া বরিশাল বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন। চট্রগ্রাম বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৮৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭৯ জন; দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ০৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন; ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৩০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১৭৯ জন; সিলেট বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪ শতাংশ, জিপিএ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন; কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন; টেকনিক্যাল: পাসের হার ৯১ হার ০২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১০৫ জন; মাদরাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন।

উল্লেখ,৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ তিন হাজার ৪০৭ জন।এ বছর দুই হাজার ৬৪৯টি কেন্দ্র এবং ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা এবং ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।