সংশোধিত ফলেও ১৮ শিক্ষার্থীই পেল বৃত্তি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ০২/০৩/২০২৩, ১০:৩৪ PM
সংশোধিত ফলেও ১৮ শিক্ষার্থীই পেল বৃত্তি

প্রাথমিক বৃত্তি পরিক্ষার প্রথম ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রথম প্রকাশিত ফলে স্কুল থেকে অংশ নেয়া সকলেই বৃত্তি পায় । তাদের মধ্যে ১৮ জন শিক্ষার্থী ছিলো ।কিন্তু পরে সেই প্রকাশিত ফল সংশোধিত হলেও ১৮ জন শিক্ষার্থী পেয়েছে বৃত্তি ।

এদের মধ্য ১২ শিক্ষার্থী ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) এবং অন্যরা সাধারণ। গতকাল বুধবার মধ্যরাতে প্রকাশিত সংশোধিত ফলেও সবাই বৃত্তি পেয়েছে। অর্থাৎ পরিবর্তন হয়নি স্কুলটির ফল। এমন ঘটনা ঘটেছে বরগুনার বেতাগী মডেল সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

সংশোধিত ফলে দেখা গেছে, বিদ্যালয়টি থেকে অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। আগের মতই ১২ শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং বাকিরা সাধারণ বৃত্তি পেয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোসা. জেসমিন আক্তার বলেন, ‘প্রতিবছর আমাদের  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদের ভালো ফলাফল করে আসছে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২২ শিক্ষা বর্ষে উপজেলা থেকে ৪২৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২৬ জন ট্যালেন্টপুলে এবং  ৯৬ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে।

উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আমাদের উপজেলার ফল অন্য উপজেলার চেয়ে ভালো।